১ বংশাবলি 26:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আর শমূয়েল দর্শক, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের ও সরূয়ার পুত্র যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সেই সকল বস্তু শলোমোতের ও তাঁহার ভ্রাতৃগণের হস্তে রহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর শামুয়েল দর্শক, কীশের পুত্র তালুত, নেরের পুত্র অব্নের ও সরূয়ার পুত্র যোয়াব যেসব বস্তু পবিত্র করেছিলেন, যিনি যা পবিত্র করেছিলেন, সেসব বস্তু শলোমোতের ও তাঁর ভাইদের হাতে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 দর্শক শমূয়েলের এবং কীশের ছেলে শৌলের, নেরের ছেলে অবনেরের ও সরূয়ার ছেলে যোয়াবের দ্বারা উৎসর্গীকৃত সবকিছু, ও উৎসর্গীকৃত অন্যান্য সব জিনিসপত্র শলোমোৎ ও তাঁর আত্মীয়দের তত্ত্বাবধানে রাখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে ঐ সমস্ত জিনিষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং সেই সঙ্গে নবী শমুয়েল, রাজা শৌল, নেরের পুত্র অবনের এবং সরূয়ার পুত্র যোয়াবের নিবেদিত উপহার সামগ্রী রক্ষার দায়দায়িত্বও তাঁদের উপরে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর শমূয়েল দর্শক, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের ও সরূয়ার পুত্র যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সে সকল বস্তু শলোমোতের ও তাঁহার ভ্রাতৃগণের হস্তে রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 শলোমোৎ আর তাঁর আত্মীয়রা ভাববাদী শমূয়েল, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের, সরূয়ার পুত্র যোয়াবের দেওয়া পবিত্র ও দুর্মূল্য সম্পদ এবং লোকেরা প্রভুর মন্দিরে যে সব জিনিসপত্র দান করতেন তার দেখাশোনা করতেন। অধ্যায় দেখুন |