১ বংশাবলি 26:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আর তাঁহার ভ্রাতৃগণ; ইলীয়ষেরের পুত্র রহবিয়, তাঁহার পুত্র যিশায়াহ, তাঁহার পুত্র যোরাম, তাঁহার পুত্র সিখ্রি, তাঁহার পুত্র শলোমোৎ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর তাঁর ভাইয়েরা; ইলীয়ষেরের পুত্র রহবিয়, তার পুত্র যিশায়াহ, তাঁর পুত্র যোরাম, তাঁর পুত্র সিখ্রি, তাঁর পুত্র শলোমোৎ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 ইলীয়েষরের মাধ্যমে যারা তাঁর আত্মীয়স্বজন হলেন, তারা হলেন: তাঁর ছেলে রহবিয়, তাঁর ছেলে যিশায়াহ, তাঁর ছেলে যোরাম, তাঁর ছেলে সিখ্রি ও তাঁর ছেলে শলোমোৎ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 গের্শোমের ভাই ইলিয়েষরের মাধ্যমে শবুয়েলের সঙ্গে শলোমোতের পারিবারিক সম্পর্ক ছিল। ইলিয়েষরের পুত্র রহবিয়, তাঁর পুত্র যিশায়াহ, তাঁর পুত্র যোরাম,তাঁর পুত্র সিক্রি এবং সিক্রির পুত্র শলোমোত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর তাঁহার ভ্রাতৃগণ; ইলীয়ষেরের পুত্র রহবিয়, তাঁহার পুত্র যিশায়াহ, তাঁহার পুত্র যোরাম, তাঁহার পুত্র সিখ্রি, তাঁহার পুত্র শলোমোৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 এঁরা ছিলেন শূবয়েলের আত্মীয়রা: ইলিয়ষেরের থেকে তাঁর আত্মীয়রা ছিলেন: ইলীয়ষেরের পুত্র রহবিয়, রহবিয়র পুত্র যিশায়াহ, যিশায়াহর পুত্র যোরাম, যোরামের পুত্র সিখ্রি আর সিখ্রির পুত্র শলোমোৎ। অধ্যায় দেখুন |