১ বংশাবলি 26:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 হিব্রোণীয়দের ও ঊষীয়েলীয়দের মধ্যে মোশির পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 মূসার পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 মোশির পুত্র গের্শোমের গোষ্ঠীভুক্ত শবুয়েল ছিলেন মন্দিরের প্রধান কোষাধ্যক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 ও উষীয়েলীয়দের মধ্যে মোশির পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 প্রভুর মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র যারা দেখাশোনা করত, গের্শোনের পুত্র মোশির পৌত্র শবূয়েল তাঁদের নেতা ছিল। অধ্যায় দেখুন |