১ বংশাবলি 26:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 পশ্চিম দিকে উপপুরীর [দ্বারে] উচ্চপথে চারি জন, ও উপপুরীতে দুই জন ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পশ্চিম দিকে উপপুরীর দ্বারে উচ্চপথে চার জন ও উপপুরীতে দু’জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 পশ্চিম রাস্তার ধারে চারজন এবং ভেতরে দুজন রক্ষী নিযুক্ত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পশ্চিমদিকে উপপুরীর [দ্বারে] উচ্চপথে চারি জন, ও উপপুরীতে দুই জন ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 চার জন পশ্চিমদিকের উঠোনে আর দুজন উঠোনের রাস্তার মুখে। অধ্যায় দেখুন |