১ বংশাবলি 26:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তাহাতে পূর্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাতে পূর্ব দিকের গুলি শেলিমিয়ের নামে উঠলো; এর পুত্র জাকারিয়া মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করলে উত্তর দিকের গুলি তার নামে উঠলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে। পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 লটারিতে শেলিমিয় পেলেন পূর্বদিকের তোরণদ্বারের দায়িত্ব, তাঁর পুত্র সখরিয় পেলেন উত্তর দ্বারের দায়িত্ব। ইনি সর্বদা সকলকে সুপরামর্শ দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহাতে পূর্ব্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 মশেলিমিয়কে বাছা হয়েছিল পূর্ব দিকের দরজা পাহারা দেবার জন্য। এরপর অক্ষ নিক্ষেপ করে উত্তর দিকের দরজার ভার দেওয়া হয় তাঁর পুত্র বিচক্ষণ সখরিয়কে। অধ্যায় দেখুন |