১ বংশাবলি 26:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়; হোষার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্বসুদ্ধ তের জন ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ জাকারিয়া; হোষার পুত্ররা ও ভাইয়েরা সবসুদ্ধ তের জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 হিল্কিয়,তবালিয় এবং সখরিয়। হোসাহ্-র পরিবার থেকে এসেছিলেন মোট তেরোজন মন্দিররক্ষী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়; হোষার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্ব্বশুদ্ধ তের জন ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এছাড়া ছিলেন যথাক্রমে হিল্কিয়, টবলিয়, সখরিয়—সব মিলিয়ে মোট 13 জন। অধ্যায় দেখুন |