Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 26:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়; হোষার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্বসুদ্ধ তের জন ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ জাকারিয়া; হোষার পুত্ররা ও ভাইয়েরা সবসুদ্ধ তের জন ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হিল্কিয়,তবালিয় এবং সখরিয়। হোসাহ্-র পরিবার থেকে এসেছিলেন মোট তেরোজন মন্দিররক্ষী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়; হোষার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্ব্বশুদ্ধ তের জন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 এছাড়া ছিলেন যথাক্রমে হিল্কিয়, টবলিয়, সখরিয়—সব মিলিয়ে মোট 13 জন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 26:11
3 ক্রস রেফারেন্স  

পরে তাঁহারা রাজাকে আহ্বান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিব্‌ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচক বাহির হইয়া তাঁহাদের কাছে গেলেন।


আর মরারি-বংশজাত হোষার পুত্রগণের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল;


দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন