১ বংশাবলি 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাঁহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যে হেমন খোদায়ী কালাম সম্বন্ধে বাদশাহ্র দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাবার জন্য তাঁর এসব সন্তান ছিল। আল্লাহ্ হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 (এরা সবাই রাজার দর্শক হেমনের ছেলে ছিলেন। তাঁকে উন্নত করার জন্যই ঐশ্বরিক প্রতিজ্ঞার মাধ্যমে তারা তাঁকে দত্ত হল। ঈশ্বর হেমনকে চোদ্দোটি ছেলে ও তিনটি মেয়ে দিলেন।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 নবী হেমনকে ঈশ্বর এই চোদ্দটি পুত্র এবং তিনটি কন্যা দিয়েছিলেন। হেমনকে ক্ষমতা দানের যে প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছিলেন সেই অনুসারে তা পূর্ণ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাঁহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঈশ্বর হেমনকে বলশালী ও বীর্যবান করেছিলেন। তাঁর চোদ্দ জন পুত্র আর তিনটি কন্যা ছিল। অধ্যায় দেখুন |