Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 25:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 অষ্টাদশ হনানি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 অষ্টাদশ হনানি; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 অষ্টাদশতমটি পড়েছিল হনানির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 অষ্টাদশ হনানি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 অষ্টাদশ বারে হনানির পরিবার থেকে 12 জন পুত্র এবং আত্মীয়কে বাছা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 25:25
9 ক্রস রেফারেন্স  

সপ্তদশ যশ্‌বকাশা; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।


ঊনবিংশ মল্লোথি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।


আর লেবীয়দের মধ্যে মরারি-বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শময়িয়;


আর দেখ, ঈশ্বরের গৃহ সম্পর্কীয় সমস্ত সেবাকর্মের জন্য যাজকদের ও লেবীয়দের পালা আছে, এবং সমস্ত কার্যের জন্য সুনিপুণ স্বতঃপ্রবৃত্ত লোকেরা সমস্ত রচনায় তোমার সহবর্তী হইবে; আর অধ্যক্ষগণ ও সমস্ত প্রজা তোমার সমস্ত বাক্য মানিবে।


পরে যিহোয়াদা যাজক যাহা যাহা আজ্ঞা করিলেন, লেবীয়েরা ও সমস্ত যিহূদা তদনুসারে সকলই করিল; ফলতঃ তাহারা প্রত্যেক জন আপন আপন লোকদিগকে, যাহারা বিশ্রামবারে ভিতরে যায় বা বিশ্রামবারে বাহিরে আইসে, তাহাদিগকে লইল, কেননা যিহোয়াদা যাজক পালা সকল বিদায় করেন নাই।


আর হিষ্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্যা, এবং সদাপ্রভুর শিবিরের দ্বারসমূহে স্তবগান ও প্রশংসা করিতে যাজকদিগকে ও লেবীয়দিগকে পালার অনুক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবাকর্ম অনুসারে, নিযুক্ত করিলেন।


গায়কবর্গ; আসফের সন্তান একশত আটাইশ জন।


আর গাঁথকেরা যখন সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপন করিল, তখন ইস্রায়েল-রাজ দায়ূদের নিরূপণানুসারে সদাপ্রভুর প্রশংসা করণার্থে আপন আপন পরিচ্ছদ পরিহিত যাজকগণ তূরী লইয়া ও আসফের সন্তান লেবীয়েরা করতাল লইয়া দণ্ডায়মান হইল।


আর তাহারা আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও শুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালেরা দায়ূদের ও তাঁহার পুত্র শলোমনের আজ্ঞানুসারে [কর্ম করিল]।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন