Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। এরা যার যার পিতৃকুল অনুসারে লেবির সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমোৎ। তাদের বংশানুসারে এরাই হলেন সেই লেবীয়েরা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ।এই হচ্ছে লেবীয় পরিবারগুলির তালিকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোৎ। পরিবার অনুযায়ী এই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:30
5 ক্রস রেফারেন্স  

মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।


ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।


মরারির সন্তান মহলি ও মূশি; ইহারা বংশাবলি অনুসারে লেবির গোষ্ঠী।


কীশের কথা; কীশের পুত্র যিরহমেল।


আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন