১ বংশাবলি 23:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তখন ত্রিশ ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তখন ত্রিশ ও তারচেয়ে বেশি বছর বয়স্ক লেবীয়দের গণনা করা হল; মাথা গণনায় তারা আটত্রিশ হাজার পুরুষ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ত্রিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের সমস্ত লেবীয় পুরুষদের সংখ্যা গণনা করা হল। মোট সংখ্যা হল আটত্রিশ হাজার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তখন ত্রিশ ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক-গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তিনি গুনে দেখলেন 30 বছরের বেশি বয়স্ক লেবীয়দের সর্বমোট সংখ্যা 38,000 জন। অধ্যায় দেখুন |