১ বংশাবলি 23:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 এবং দর্শন-রুটি ও ভক্ষ্য-নৈবেদ্য, তাড়ীশুন্য সরুচাকলী এবং ভাজিবার পাত্রে ভাজা দ্রব্য ও রান্না করা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ ও তৌল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 এবং দর্শন-রুটি ও শস্য-উৎসর্গ, খামিহীন পিঠা এবং ভাজবার পাত্রে ভাজা দ্রব্য ও রান্না করা দ্রব্য, এই সমস্ত কিছুর জন্য ময়দা এবং সকল পরিমাণ ও ওজন করা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 টেবিলে রুটি সাজিয়ে রাখার, শস্য-নৈবেদ্যর জন্য বিশেষ ময়দা প্রস্তুত করার, খামিরবিহীন সরু রুটি তৈরি করার, সেগুলি সেঁকার ও মিশ্রিত করার, এবং পরিমাণ ও মাপ অনুসারে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বও তাদেরই দেওয়া হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 প্রভুর উপস্থিতির প্রতীক রুটি, খামিরবিহীন রুটি, ভোগ নৈবেদ্যের রুটি, সেঁকা রুটির নৈবেদ্য ও জলপাই তেলের ময়ান দেওয়ার জন্য প্রয়োজনীয় ময়দার ব্যবস্থা করা, মন্দিরে উৎসর্গের জন্য সমস্ত নৈবেদ্য ওজন ও পরিমাপ করা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদন, এবং দর্শন-রুটী ও ভক্ষ্য-নৈবেদ্য, তাড়ীশূন্য সরুচাকলী এবং ভর্জনপাত্রে ভর্জিত দ্রব্য ও রান্ধা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ ও তৌল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 টেবিলের ওপর রুটি রাখবার এবং গম, শস্য নৈবেদ্য ও খামিরবিহীন রুটি রাখবারও দায়িত্ব ছিল তাঁদের ওপর। মন্দিরের বাসন-কোসন এবং নৈবেদ্য সামলানো ছাড়াও জিনিসপত্র মাপা ও ওজন করার কাজও তাঁদেরই করতে হত। অধ্যায় দেখুন |
আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাকালে হোমবলি দগ্ধ করে ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি মেজের উপরে দর্শন-রুটি সাজাইয়া রাখে, এবং প্রতি সন্ধ্যাকালে জ্বালিবার জন্য দীপসমূহের সহিত স্বর্ণময় দ্বীপাধার প্রস্তুত করে; বস্তুতঃ আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁহাকে ত্যাগ করিয়াছ।