১ বংশাবলি 23:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবির বংশ, বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যাদের নাম ও মাথা অনুসারে গণনা করা হল এবং মাবুদের গৃহের সেবাকর্ম করতো, এরা তাদের পিতৃকুলপতি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 বংশানুসারে এরাই লেবির বংশধর—যারা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগতভাবে তাদের গুনে রাখা হল, অর্থাৎ, তারা সেইসব কর্মী, যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তারা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 উল্লিখিত এইসমস্ত ব্যক্তি ছিলেন লেবীয় বংশধর। গোষ্ঠী, পরিবার ও গোষ্ঠী প্রধানদের নাম অনুযায়ী এঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এঁদের মধ্যে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশি বয়সের প্রত্যেকজনকে প্রভু পরমেশ্বরের মন্দিরে কাজ করতে হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কুড়ি বছরের বেশি বয়স্ক লেবির উত্তরপুরুষদের মধ্যে যারা প্রভুর মন্দিরে কাজ করেছিল, পরিবার অনুযায়ী তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এরা সকলেই নিজেদের পরিবারের প্রধান ছিল। অধ্যায় দেখুন |
আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধানের জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।