Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 23:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও যিরেমোৎ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 23:23
6 ক্রস রেফারেন্স  

মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।


মরারির সন্তান মহলি ও মূশি; ইহারা বংশাবলি অনুসারে লেবির গোষ্ঠী।


ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটি কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল।


এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।


আর তিনি আপন পিতা দায়ূদের নিরূপণানুসারে যাজকদের সেবাকর্মার্থে তাহাদের পালা নিরূপণ করিলেন, এবং প্রতিদিনের বিধানানুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতি দ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন; কেননা ঈশ্বরের লোক দায়ূদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।


আর আপন আপন পিতৃকুলানুসারে ইস্রায়েল-রাজ দায়ূদের লিখনমতে, এবং তাঁহার পুত্র শলোমনের লিখনমতে নিরূপিত আপন আপন পালানুসারে আপনাদিগকে প্রস্তুত কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন