১ বংশাবলি 23:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুন |
আর তিনি আপন পিতা দায়ূদের নিরূপণানুসারে যাজকদের সেবাকর্মার্থে তাহাদের পালা নিরূপণ করিলেন, এবং প্রতিদিনের বিধানানুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতি দ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন; কেননা ঈশ্বরের লোক দায়ূদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।