১ বংশাবলি 23:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 অম্রামের পুত্র হরোণ ও মোশি; আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করণার্থে, সদাপ্রভুর সম্মুখে ধূপদাহ, তাহার পরিচর্যা এবং তাঁহার নামে আশীর্বাদ করণার্থে হারোণকে ও তাঁহার সন্তানগণকে চিরকালের জন্য পৃথক করা গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 ইমরানের পুত্র হারুন ও মূসা; আর চিরকাল অতি পবিত্র বস্তু অতি পবিত্র করবার জন্য, মাবুদের সম্মুখে ধূপ জ্বালানো, তার পরিচর্যা এবং তাঁর নামে দোয়া করবার জন্য হারুন ও তাঁর সন্তানদেরকে চিরকালের জন্য পৃথক করা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 অম্রামের ছেলেরা: হারোণ ও মোশি। মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এঁর জ্যেষ্ঠ পুত্র অম্রম ছিলেন মোশি ও হারোণের পিতা। (হারোণ ও তাঁর বংশধরদের মন্দিরের পবিত্র আসবাবপত্র রক্ষা, পরমেশ্বরের উপাসনায় ধূপ জ্বালানো, প্রভুর পরিচর্যা ও লোকদের প্রভুর নামে আশীর্বাদ করার কাজে চিরতরে নিযুক্ত করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 অম্রামের পুত্র হারোণ ও মোশি; আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করণার্থে, সদাপ্রভুর সম্মুখে ধূপদাহ, তাঁহার পরিচর্য্যা এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করণার্থে হারোণকে ও তাঁহার সন্তানগণকে চিরকালের জন্য পৃথক করা গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 অম্রামের পুত্রদের নাম ছিল হারোণ আর মোশি। হারোণ এবং তাঁর উত্তরপুরুষদের বরাবরের জন্য বিশিষ্ট জন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাঁরা প্রভুর যাবতীয় পূজো-অর্চনা ও ভজনার কাজ সম্পাদন করতেন, প্রভুর সামনে ধুপধূনো দিতেন ও যাজকের কাজও করতেন। প্রভুর নামে লোকদের আশীর্বাদ করবার মর্যাদাও তাঁদের দেওয়া হয়েছিল। অধ্যায় দেখুন |