১ বংশাবলি 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পর্যটন করিলেন, পরে যিরূশালেমে আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবুও যোয়াবের উপরে বাদশাহ্র কথাই প্রবল হল। তাতে যোয়াব প্রস্থান করে সমস্ত ইসরাইলের মধ্যে পর্যটন করলেন, পরে জেরুশালেমে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 রাজার আদেশে অবশ্য যোয়াবের কথা নাকচ হয়ে গেল; তাই যোয়াব গিয়ে গোটা ইস্রায়েল দেশ জুড়ে ঘুরে বেরিয়ে জেরুশালেমে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কিন্তু রাজা দাউদ যোয়াবকে তাঁর আদেশ পালন করতে বাধ্য করলেন। অগত্যা যোয়াব সারা ইসরায়েল দেশ পরিভ্রমণ করে জেরুশালেমে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পর্য্যটন করিলেন, পরে যিরূশালেমে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু রাজা দায়ূদ তাঁর সিদ্ধান্তে অনড় থাকায় যোয়াব তাঁর আদেশ মানতে বাধ্য হলেন। তিনি সমগ্র ইস্রায়েলে ঘুরে ঘুরে জনসংখ্যা গুনে আবার জেরুশালেমে ফিরে খবর দিলেন যে অধ্যায় দেখুন |