১ বংশাবলি 21:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 পরে দায়ূদ সেই স্থানের জন্য ছয়শত শেকল স্বর্ণ তৌল করিয়া অর্ণানকে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পরে দাউদ সেই স্থানের জন্য ছয় শত শেকল সোনা ওজন করে অরৌণাকে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 অতএব দাউদ সেই স্থানটির জন্য অরৌণাকে ছয়শো শেকল সোনা মেপে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তিনি খামারের মূল্যরূপে অরৌণাকে ছয়শো সোনার মোহর দিলেন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরে দায়ূদ সেই স্থানের জন্য ছয় শত শেকল স্বর্ণ তৌল করিয়া অর্ণানকে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তখুনি তিনি অর্ণানকে জায়গাটির জন্য প্রায় 15 পাউণ্ড সোনা দিলেন। অধ্যায় দেখুন |