Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 সেরহের সন্তান- শিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা, সর্বসুদ্ধ পাঁচ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সেরহের ছেলেরা: সিম্রি, এথন, হেমন, কলকোল এবং দার্দা—মোট পাঁচজন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তার ভাই সেরহর পাঁচটি পুত্র—সিম্‌রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সেরহের সন্তান—শিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা, সকলে পাঁচ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সেরহের পাঁচ পুত্রের নাম: শিম্রি, এথন, হেমন, কল্কোল আর দারা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:6
7 ক্রস রেফারেন্স  

ফলে, তিনি সকল লোক হইতে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন, এবং মাহোলের পুত্র হেমন, কল্‌কোল ও দর্দা, ইঁহাদের হইতেও অধিক জ্ঞানবান হইলেন; এবং চারিদিকের সমস্ত জাতির মধ্যে তাঁহার সুখ্যাতি হইল।


কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বর্জিত বস্তু সম্বন্ধে সত্য লঙ্ঘন করিল; ফলতঃ যিহূদাবংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্মির পুত্র আখন বর্জিত বস্তুর কিছু হরণ করিল; তাহাতে ইস্রায়েল-সন্তানদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল।


পেরসের সন্তান- হিষ্রোণ ও হামূল।


কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কণ্টক হইয়াছিল।


হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।


আর শলোমন হীরমের বাটীর ভক্ষ্যের জন্য তাঁহাকে বিশ সহস্র কোর গম ও উখলিতে প্রস্তুত বিশ কোর তৈল দিতেন; এইরূপে শলোমন বৎসর বৎসর হীরমকে দিতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন