১ বংশাবলি 2:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)50 কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 কালুতের পুত্ররা হল ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 এরাই হলেন কালেবের বংশধর। ইফ্রাথার বড়ো ছেলে হূরের ছেলেরা: কিরিয়ৎ-যিয়ারীমের বাবা শোবল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 এরা সকলেই কালেবের বংশধর।কালেব ও তাঁর স্ত্রী ইফ্রাথার জ্যেষ্ঠপুত্র হুর। হুরের পুত্র শোবল কিরিয়াৎ-জিয়ারিম নগর প্রতিষ্ঠা করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্হূর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50-51 কালেবের উত্তরপুরুষ নিম্নরূপ: হূর ছিলেন কালেবের বড় ছেলে। তাঁর মা ছিলেন ইফ্রাথা। হূরের পুত্রদের নাম শোবল, শল্মা ও হারেফ। এঁরা তিন জন যথাক্রমে কিরিয়ৎ-যিয়ারীম, বৈৎলেহম আর বৈৎ-গাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। অধ্যায় দেখুন |