Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্বসুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যিহূদার পুত্রবধূ তামর যিহূদার ঔরসে পেরস ও সেরহকে জন্ম দিলেন। যিহূদার ছেলেদের সংখ্যা মোট পাঁচজন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 পুত্রবধূ তামরের গর্ভে যিহুদার আরও দুটি পুত্রের জন্ম হয়। তাদের নাম পেরস ও সেরহ্।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্ব্বশুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যিহূদার পুত্রবধূ তামর ও যিহূদার মিলনের ফলে পেরস ও সেরহর জন্ম হয়। অর্থাৎ‌ সব মিলিয়ে যিহূদার সন্তান সংখ্যা ছিল পাঁচ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:4
14 ক্রস রেফারেন্স  

যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;


ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিষ্রোণের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,


আর যিহূদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।


আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে একজন।


সেরহের সন্তানদের মধ্যে যুয়েল ও তাহাদের ভ্রাতৃগণ, ইহারা ছয়শত নব্বই জন।


উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহূদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে একজন।


পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;


সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দিবেন, তাহা দ্বারা তামরের গর্ভজাত যিহূদার পুত্র পেরসের কুলের ন্যায় তোমার কুল হউক।


সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী; শৌল হইতে শৌলীয় গোষ্ঠী।


তখন যিহূদা পুত্রবধূ তামরকে কহিল, যে পর্যন্ত আমার পুত্র শেলা বড় না হয়, তাবৎ পর্যন্ত তুমি আপন পিত্রালয়ে গিয়া বিধবাই থাক। কেননা সে বলিল, পাছে ভ্রাতাদের ন্যায় সেও মারা যায়। অতএব তামর পিত্রালয়ে গিয়া বাস করিল।


পেরসের সন্তান- হিষ্রোণ ও হামূল।


যিহূদার-সন্তান- পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন