১ বংশাবলি 2:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 হিষ্রোণ কালেব-ইফ্রাথায় মারা গেলে পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁহার জন্য তকোয়ের পিতা অস্হূরকে প্রসব করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 হিষ্রোণ কালুত-ইফ্রাথায় মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর জন্য তকোয়ের পিতা অস্হূরকে প্রসব করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কালেব-ইফ্রাথায় হিষ্রোণ মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর ঔরসে তকোয়ের বাবা অস্হূরকে জন্ম দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 হিষ্রোণের মৃত্যুর পর তাঁর পুত্র কালেব পিতা হিষ্রোণের বিধবা পত্নী এফাৎ-কে বিবাহ করেন। তাঁর গর্ভে অসহুরের জন্ম হয়। ইনিই তেকোয়া নামক জনপদের প্রতিষ্ঠাতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 হিষ্রোণ কালেব-ইফ্রাথায় মরিলে পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁহার জন্য তকোয়ের পিতা অস্হূরকে প্রসব করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ইফ্রাথার কালেব শহরে, হিষ্রোণের মৃত্যুর পর তাঁর স্ত্রী অবিয়া অস্হূর নামে এক পুত্রের জন্ম দিয়েছিলেন। অস্হূরের পুত্রের নাম ছিল তকোয়া। অধ্যায় দেখুন |