Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 দান, যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দান, ইউসুফ ও বিন্‌ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:2
8 ক্রস রেফারেন্স  

ইস্রায়েলের পুত্রগণ এই- রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহূদা, ইষাখর ও সবূলূন,


যিহূদার সন্তান- এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কনানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।


সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া তাঁহার পিতার বিল্‌হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।


আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।


আশেরের পুত্র যিম্না, যিশ্‌বা, যিশ্‌বি, বরিয় ও তাহাদের ভগিনী সেরহ। বরিয়ের পুত্র হেবর ও মল্কীয়েল।


আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও বিন্যামীন।


আর দানের পুত্র হূশীম।


নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন