১ বংশাবলি 2:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর হিষ্রোণের পুত্র কালেব আপন স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্রগণ এই- যেশর, শোবব ও অর্দোন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 হিষ্রোণের ছেলে কালেব তাঁর স্ত্রী অসূবার দ্বারা (এবং যিরিয়োতের দ্বারা) সন্তান লাভ করলেন। অসূবার ছেলেরা হলেন: যেশর, শোবব এবং অর্দোন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 হিষ্রোণের পুত্র কালেব অসুবাকে বিবাহ করেন। তাঁদের একটি কন্যা জন্মে। কন্যার নাম যিরিয়োৎ। তাঁর তিনটি পুত্রের নাম যেশব, শোবব ও অর্দোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর হিষ্রোণের পুত্র কালেব আপন স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটী সন্তানের জন্ম দিল। অসূবার পুত্রগণ এই; যেশর, শোবব ও অর্দোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 হিষ্রোণের পুত্রের নাম ছিল কালেব। কালেব আর তাঁর স্ত্রী, যিরিয়োতের কন্যা অসূবার মিলনের ফলে যেশর, শোবব ও অর্দোন এই তিন পুত্রের জন্ম হয়। অধ্যায় দেখুন |