১ বংশাবলি 18:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন; এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করলেন এবং সমস্ত ইদোমীয় লোক দাউদের গোলাম হল। আর দাউদ যেসব স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তিনি ইদোম দেশে সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সারা ইদোম দেশে তিনি সৈন্য শিবির স্থাপন করলেন এবং ইদোমীরা দাউদের অধীন প্রজা হল। এইভাবে প্রভু পরমেশ্বর সর্বত্র তাঁকে বিজয়ী করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন; এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 অবীশয় ইদোমে এক সৈন্যবাহিনীর দলও বসাল এবং ইদোমীয়রা দায়ূদের বশ্যতা স্বীকার করে। প্রভু দায়ূদকে সর্বত্রই বিজয়ী করেছিলেন। অধ্যায় দেখুন |