১ বংশাবলি 18:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাৎ ও তাহার উপনগর সকল হরণ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 এর পরে দাউদ ফিলিস্তিনীদেরকে আক্রমণ করে পরাজিত করলেন, আর ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও তার সমস্ত উপনগর অধিকার করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করলেন ও তাদের বশীভূতও করলেন, এবং তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও সেটির চারপাশের গ্রামগুলি ছিনিয়ে নিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 কিছুদিন পর দাউদ ফিলিস্তিনীদের আক্রমণ করে পদানত করলেন এবং তাদের হাত থেকে গাৎ ও তার আশপাশের সমস্ত গ্রাম নিয়ে নিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাৎ ও তাহার উপনগর সকল হরণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দায়ূদ পলেষ্টীয়দের আক্রমণ করে তাদের যুদ্ধে পরাজিত করেন এবং পলেষ্টীয়দের কাছ থেকে গাৎ ও তার পার্শ্ববর্তী ছোটখাটো শহরগুলি দখল করে নিয়ে নেন। অধ্যায় দেখুন |