১ বংশাবলি 17:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 সমস্ত ইস্রায়েলের মধ্যে সকল স্থানে আমার যাতায়াত কালে আমি যাহাকে আমার প্রজাদের পালনের ভার দিয়াছিলাম, ইস্রায়েলের এমন কোন বিচারকর্তাকে কি কখনও এই কথা বলিয়াছি যে, তোমরা কেন আমার জন্য এরসকাষ্ঠের গৃহ নির্মাণ কর নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 বনি-ইসরাইলদের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবার সময় আমি যাকে আমার লোকদের পালনের ভার দিয়েছিলাম, ইসরাইলের এমন কোন বিচারকর্তাকে কি কখনও এই কথা বলেছি যে, তোমরা কেন আমার জন্য এরস কাঠের গৃহ নির্মাণ কর নি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ইস্রায়েলীদের সবাইকে সাথে নিয়ে আমি যেখানে যেখানে গিয়েছি, সেখানে কোথাও কি যাদের আমি আমার প্রজাদের লালনপালন করার আদেশ দিয়েছিলাম, সেই নেতাদের মধ্যে কাউকে কখনও বললাম, “তোমরা কেন আমার জন্য দেবদারু কাঠের এক গৃহ নির্মাণ করে দাওনি?” ’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ইসরায়েলের সঙ্গে সমস্ত যাত্রাপথে নেতারূপে আমার নিযুক্ত কোন গোষ্ঠীপতিকে কখনও আমি বলেছি, আমার জন্য সীডার কাঠের মন্দির কেন তৈরী করে দাও নি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সমস্ত ইস্রায়েলের মধ্যে সকল স্থানে আমার যাতায়াত কালে আমি যাহাকে আমার প্রজাদিগের পালনের ভার দিয়াছিলাম, ইস্রায়েলের এমন কোন বিচারকর্ত্তাকে কি কখনও এই কথা বলিয়াছি যে, তোমরা কেন আমার জন্য এরসকাষ্ঠের গৃহ নির্ম্মাণ কর নাই? অধ্যায় দেখুন |