১ বংশাবলি 17:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 বাস্তবিক, হে আমার আল্লাহ্, তুমি আমার জন্য একটি কুল উৎপন্ন করবে, এই কথা তোমার গোলামের কাছে প্রকাশ করলে; এই কারণ তোমার কাছে এই মুনাজাত করতে তোমার গোলামের মনে সাহস হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 “হে আমার ঈশ্বর, তুমি তোমার দাসের কাছে প্রকাশিত করে দিয়েছিলে যে তুমি তার জন্য এক কুল গড়ে তুলবে। তাইতো তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা করার সাহস পেয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 হে আমার ঈশ্বর, তুমিই তোমার এই দাসের কাছে প্রকাশ করেছ এ কথা, বলেছ, আমি তোমাকে রাজকুলপতি করব। তাই আমি তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করতে সাহসী হয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 “হে প্রভু, তুমি আমাকে, তোমার দাসকে বলেছ যে, আমার বংশকে তুমি রাজবংশে পরিণত করবে। তাই আমি এতো সাহস করে তোমার কাছে এই সমস্ত প্রার্থনা করতে পারছি। অধ্যায় দেখুন |