১ বংশাবলি 17:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয়ে দায়ূদ তোমাকে আর কি বলিবে? তুমি ত আপন দাসকে জ্ঞাত আছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তোমার গোলামের প্রতি কৃত সম্মানের বিষয়ে দাউদ তোমাকে আর কি বলবে? তুমি তো তোমার গোলামকে জান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “তোমার এই দাসকে তুমি যে সম্মান দিলে, তার জন্য দাউদ তোমাকে আর কী-ই বা বলতে পারে? কারণ তুমি তো তোমার এই দাসকে জানো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমি তোমায় আর বেশী কি বলব, তুমি তো তোমার দাস জান। তবু তুমি তাকে সম্মানিত করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয়ে দায়ূদ তোমাকে আর কি বলিবে? তুমি ত আপন দাসকে জ্ঞাত আছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তুমি আমার জন্য এতো করেছ আমি আর কি-ই বা বলতে পারি! তুমি তো জানোই আমি তোমার আজ্ঞাবহ দাসানুদাস মাত্র। অধ্যায় দেখুন |