১ বংশাবলি 16:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 ওবেদ-ইদোম ও তাঁহাদের আটষট্টি জন ভ্রাতা এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 ওবেদ-ইদোম ও তাঁদের আটষট্টি জন ভাই এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 এছাড়াও তাদের সাথে পরিচর্যা করার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর 68 জন সহকর্মীকেও ছেড়ে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম, ও হোষাও দ্বাররক্ষী ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যিদুথুনের পুত্র ওবেদ-ইদোম ও তাঁর গোষ্ঠীর আটষট্টিজন এঁদের সাহায্য করতেন। হোষা এবং ওবেদ-ইদোমের উপর দ্বার রক্ষার দায়িত্ব দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 ওবেদ-ইদোম ও তাঁহাদের আটষট্টি জন ভ্রাতা এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ূদ আসফের কাছে রেখে গেলেন। ওবেদ-ইদোম আর হোষা দুজনেই প্রহরী ছিলেন। অধ্যায় দেখুন |