১ বংশাবলি 16:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 সমস্ত ভুবন! তাঁহার সাক্ষাতে কম্পমান হও; জগৎও সুস্থির, তাহা বিচলিত হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সমস্ত ভুবন! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো; জগতও সুস্থির, তা বিচলিত হবে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও! পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 সমগ্র পৃথিবী, তাঁর সম্মুখে হও কম্পমান। এ পৃথিবী দৃঢ় প্রতিষ্ঠিত, কখও হবে না বিচলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সমস্ত ভুবন! তাঁহার সাক্ষাতে কম্পমান হও; জগৎও সুস্থির, তাহা বিচলিত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিৎ, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না। অধ্যায় দেখুন |