১ বংশাবলি 16:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও, সেই বাক্য তিনি সহস্র পুরুষপরমপরার প্রতি আদেশ করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তোমরা তাঁর নিয়ম অনন্তকাল স্মরণ করো, সেই কালাম তিনি হাজার পুরুষপরম্পরার প্রতি হুকুম করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন, যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তিনি তাঁর চুক্তির কথা স্মরণে রাখেন চিরকাল, পুরুষে পুরুষে তিনি স্মরণে রাখেন তাঁর শ্রীমুখের আদেশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও, সেই বাক্য তিনি সহস্র পুরুষপরম্পরার প্রতি আদেশ করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 সর্বদা তাঁর চুক্তি মনে রেখো। হাজার হাজার পুরুষ ধরে তাঁর আজ্ঞা মনে রেখো। অধ্যায় দেখুন |