১ বংশাবলি 16:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাঁর পবিত্র নামের মহিমা হোক; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তাঁর পবিত্র নামের মহিমা করো; যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাঁর পবিত্র নামের মহিমা গাও, প্রভুর সন্ধানী যারা, হৃদয় তাদের পূর্ণ হোক পরম উল্লাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও। তোমরা যারা তাঁকে চাও তারা আনন্দিত হও! অধ্যায় দেখুন |
আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।