১ বংশাবলি 13:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ [উষঃ-আক্রমণ] রাখিলেন; অদ্যাপি সেই নাম প্রচলিত আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 মাবুদ উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ (উষঃ-আক্রমণ) রাখলেন; আজও সেই নাম প্রচলিত আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ বলে ডাকা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 এইভাবে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে উজ্জাহ্কে শাস্তি দিলেন বলে দাউদ খুব অসন্তুষ্ট হলেন। সেই থেকে আজও জায়গাটির নাম রয়েছে পেরেস উজ্জাহ্ [উজ্জার দণ্ড]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ [উষঃ-আক্রমণ] রাখিলেন; অদ্যাপি সেই নাম প্রচলিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এই ঘটনায় দায়ূদ অত্যন্ত ক্রুদ্ধ হন। তারপর থেকে ঐ জায়গা “পেরস-উষঃ” নামে পরিচিত। অধ্যায় দেখুন |