Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 পদমর্যাদায় প্রধান ছিলেন এষর, ক্রমানুসারে দ্বিতীয় ছিলেন ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9-13 এঁদের পদমর্যাদা ছিল যথাক্রমে নিম্নরূপ: এষর, ওবদিয়, ইলিয়াব, মিশমন্না, যিরমিয়, অত্তয়, ইলিয়েল, যোহানন, ইলসাবাদ, যিরমিয়ও মকবন্নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 গাদ পরিবারগোষ্ঠীর এই দলের নেতা ছিলেন এষর; দ্বিতীয় ওবদিয় এবং তৃতীয় ইলীয়াব।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:9
5 ক্রস রেফারেন্স  

আর গাদীয়দের মধ্যে কতক জন বলবান বীর পৃথক হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা ঢাল ও বর্শাধারী, যুদ্ধে দীক্ষিত পুরুষ; সিংহ-মুখের ন্যায় তাঁহাদের মুখ ছিল, ও তাঁহারা পর্বতস্থ হরিণের ন্যায় দ্রুতগামী ছিলেন।


চতুর্থ মিশ্মন্না, পঞ্চম যিরমিয়,


গাদকে সৈন্যদল আঘাত করিবে; কিন্তু সে তাহাদের পশ্চাদ্ভাগে আঘাত করিবে।


আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতি করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।


সেই স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য মৃগের ন্যায় চরণে দ্রুতগামী ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন