Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এবং গদোরের অধিবাসী যিরোহমের ছেলে যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আর গদোর শহরের যিরোহমের পুত্র যোয়েলা আর সবদিয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:7
5 ক্রস রেফারেন্স  

হল্‌হূল, বৈৎ-সূর, গদোর,


তাহারা তাহাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।


আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।


ইল্কানা, যিশিয়, অসরেল, যোয়েষর ও যাশবিয়াম, এই কোরহীয়গণ;


আর গাদীয়দের মধ্যে কতক জন বলবান বীর পৃথক হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা ঢাল ও বর্শাধারী, যুদ্ধে দীক্ষিত পুরুষ; সিংহ-মুখের ন্যায় তাঁহাদের মুখ ছিল, ও তাঁহারা পর্বতস্থ হরিণের ন্যায় দ্রুতগামী ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন