১ বংশাবলি 12:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 তাহারা তিন দিবস সেখানে দায়ূদের সহিত থাকিয়া ভোজন পান করিল; কেননা তাহাদের ভ্রাতৃগণ তাহাদের জন্য আয়োজন করিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 তারা তিন দিন সেখানে দাউদের সঙ্গে থেকে ভোজন পান করলো; কেননা তাদের ভাইয়েরা তাদের জন্য আয়োজন করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 এইসব লোকজন তিন দিন দাউদের সঙ্গে থেকে ভোজনপান করল, কারণ তাদের পরিবারগুলিই তাদের জন্য ভোজনপানের আয়োজন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 দাউদের কাছে তারা তিনদিন থাকল এবং তাদের দেশবাসীরা তাদের জন্য যে খাদ্য ও পানীয় তৈরী করেছিল তাই দিয়ে তারা ভোজের উৎসব করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 তাহারা তিন দিবস সেখানে দায়ূদের সহিত থাকিয়া ভোজন পান করিল; কেননা তাহাদের ভ্রাতৃগণ তাহাদের জন্য আয়োজন করিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 এঁরা সকলে হিব্রোণে দায়ূদের সঙ্গে তিন দিন পানাহার করে ও তাঁদের আত্মীয়-পরিজনের বানানো খাবার-দাবার খেয়ে কাটালেন। অধ্যায় দেখুন |