Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, ইঁহারা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্‌মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, এরা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্‌মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাদের প্রধান ছিলেন অহীয়েষর এবং তাঁর ছোটো ভাই ছিলেন যোয়াশ এবং তারা দুজন গিবিয়াতীয় শমায়ের ছেলে; অসমাবতের ছেলে যিষীয়েল ও পেলট; বরাখা, অনাথোতীয় যেহূ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3-7 গিবিয়া নিবাসী শেমার পুত্র অহিয়েষর ও যোয়াশ ছিলেন এঁদের নেতা। অন্যান্যদের নাম যথাক্রমে: অস্‌মাবৎ-এর পুত্র যিষিয়েল ও পেলট। অনামোৎ নিবাসী বরাখা ও যেহু। গিবিয়োনের যিস্‌ময়িয়। ইনি বিখ্যাত যোদ্ধাএবং ত্রিশজন বীরের অন্যতম ছিলেন। গদেরার যিরমিয়, যহষিয়েল, যোহানন ও যোষাবদ। হরূফের ইলিয়ুষয়, যিরিমোৎ, বালিয়া, শমরিয়া ও শফটিয়। কোরহ্ গোষ্ঠীর ইল্‌কানা, যিশিয়, অষবেল, যোয়েষর ও যাশোবিয়াম। গদর নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, ইহাঁরা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্‌মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 অহীয়েষর ছিলেন এঁদের দলের নেতা, এছাড়াও এই দলে ছিলেন তাঁর ভাই যোয়াশ (এঁরা গিবিয়াতের শমায়ের পুত্র), অস্মাবতের পুত্র যিষীয়েল আর পেলট, অনাথোত শহরের বরাখা আর যেহূ,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:3
8 ক্রস রেফারেন্স  

তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা, অনাথোতীয় অবীয়েষর,


বাহরূমীয় অস্‌মাবৎ, শাল্‌বোনীয় ইলিয়হবঃ,


তাহার সন্তানদের মধ্যে সাত জন পুরুষ আমাদের কাছে সমর্পিত হউক; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশে তাহাদিগকে ফাঁসি দিব। তখন রাজা কহিলেন, সমর্পণ করিব।


পরে দূতগণ শৌলের [বাসস্থান] গিবিয়ায় আসিয়া লোকদের কর্ণগোচরে ঐ কথা কহিল, তাহাতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল।


তাঁহারা ধনুর্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন; তাঁহারা শৌলের জ্ঞাতি বিন্যামীনীয় লোক ছিলেন।


এবং গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি ত্রিশ জনের মধ্যে একজন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিলেন; আর যিরমিয়, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ,


আর চতুর্থ দিবসে তাঁহারা বরাখা-তলভূমিতে সমাগত হইলেন; কেননা সেই স্থানে তাহারা সদাপ্রভুর ধন্যবাদ করিল, এই কারণ অদ্য পর্যন্ত সেই স্থান বরাখা [ধন্যবাদ] তলভূমি নামে খ্যাত আছে।


অর্বতীয় অবি-য়লবোন, বরহূমীয় অস্‌মাবৎ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন