১ বংশাবলি 12:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 গাদ-সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; ইঁহাদের মধ্যে যিনি ক্ষুদ্র, তিনি শত জনের, ও যিনি মহান তিনি সহস্র জনের সমকক্ষ ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 গাদ-বংশের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; এঁদের মধ্যে যিনি ক্ষুদ্র, তিনি শত জনের ও যিনি মহান তিনি হাজার জনের সমকক্ষ ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 এই গাদীয়রা সৈন্যদলের সেনাপতি ছিলেন; যিনি সবচেয়ে ছোটো, তিনি একশো জনের সমকক্ষ ছিলেন, এবং যিনি সবচেয়ে বড়ো, তিনি এক হাজার জনের সমকক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 গাদ বংশের এই যোদ্ধাদের মধ্যে ছিলেন সহস্র সৈন্যের অধিনায়ক এবং অন্যেরা ছিলেন শত সৈন্যের নায়ক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 গাদ-সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; ইহাঁদের মধ্যে যিনি ক্ষুদ্র তিনি শত জনের, ও যিনি মহান্ তিনি সহস্র জনের সমকক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 এঁরা সকলেই গাদীয় সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং এই দলের দুর্বলতম ব্যক্তিও একাই 100 জনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন। দলের সর্বাপেক্ষা যিনি শক্তিমান ছিলেন তিনি একা 1000 জনের মোকাবিলা করতে পারতেন। অধ্যায় দেখুন |