Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 11:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য করিলেন, তাহাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 যিহোয়াদার পুত্র বনায় এইসব কাজ করে ‘বীরত্রয়ী’র মতই সম্মান অর্জন করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য্য করিলেন, তাহাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 যিহোয়াদার এই বীরপুত্রের খ্যাতি ঐ তিন জন নায়কের তুলনায় কোন অংশে কম ছিল না।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 11:24
5 ক্রস রেফারেন্স  

আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের [উপরে নিযুক্ত ছিলেন]; এবং দায়ূদের পুত্রগণ যাজক ছিলেন।


আর তিনি পাঁচ হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিসরীয়কে বধ করিলেন; ঐ মিসরীয়ের হস্তে তন্তুবায়ের নরাজের ন্যায় এক বর্শা ছিল, ইনি আর এক দণ্ড হস্তে করিয়া তাঁহার কাছে গিয়া সেই মিসরীয়ের হস্ত হইতে বর্শাটি কাড়িয়া লইয়া তাহারই বর্শা দ্বারা তাহাকে বধ করিলেন।


দেখ, তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্যাদাপন্ন, কিন্তু [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না; দায়ূদ তাঁহাকে আপন রক্ষী সেনার অধ্যক্ষ করিলেন।


যে সময়ে দায়ূদ কীশের পুত্র শৌলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা যুদ্ধে তাঁহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন।


আর বীর্যবান যুবক সাদোক, ও তাঁহার পিতৃকুলের বাইশ জন সেনাপতি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন