Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

50 আর বাল্‌হানন মারা গেলে পর হদদ তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

50 আর বাল্‌হানন মারা যাওয়ার পর হদদ তাঁর পদে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

50 বায়াল-হানন যখন মারা যান, হদদ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ, এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

50 বেল-হানানের পর হদদ রাজা হন। তাঁর রাজধানী ছিল পাই-এ। তাঁর রানীর নাম ছিল মহেটবেল। ইনি ছিলেন মটরেদের কন্যা ও মেসাহবের নাতনী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

50 আর বাল্‌-হানন মরিলে পর হদদ তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়, ও ভার্য্যার নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

50 বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ। তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল। মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:50
4 ক্রস রেফারেন্স  

আর অক্‌বোরের পুত্র বাল্‌হানন মরিলে পর হদর তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়ূ ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।


আর শৌল মরিলে পর অক্‌বোরের পুত্র বাল্‌হানন তাঁহার পদে রাজত্ব করেন।


আর শৌল মারা গেলে পর অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁহার পদে রাজত্ব করেন।


পরে হদদ মারা গেলেন। ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্ন, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন