Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 যেফতের সন্তান- গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 যেফতের ছেলেরা: গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যেফতের বংশধর: গোমর, মাগোগ, মাদাই, যবন, তুবল, মেশক ও তিরস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যেফতের সন্তান—গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যেফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:5
8 ক্রস রেফারেন্স  

গোমর ও তাহার সকল সৈন্যদল, উত্তরদিকের প্রান্তবাসী তোগর্মের কুল ও তাহার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে।


যবন, তূবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তাহারা মনুষ্যের প্রাণ ও তৈজসপত্র দিয়া তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিত।


আর, হে মনুষ্য-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ! রোশের, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।


নোহ, শেম, হাম ও যেফৎ।


গোমরের সন্তান- অস্কিনস, দীফৎ ও তোগর্ম।


হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন