১ বংশাবলি 1:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)44 আর বেলা মারা গেলে পর তাঁহার পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 বেলার মৃত্যুর পর বসরানিবাসী সেরাহ্র পুত্র যোবব রাজা হন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর বেলা মরিলে পর তাঁহার পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র যোবব নতুন রাজা হলেন। অধ্যায় দেখুন |