Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 ইলীফসের সন্তান- তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস, তিম্ন ও অমালেক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সেফো, গয়িতম ও কনস; তিম্নার ছেলে: অমালেক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 ইলিফসের বংশধর: তেমান, ওমার, সফি, গয়িতম, কনাস, তিম্‌না ও অমালেক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 যিয়ূশ, যালম ও কোরহ। ইলীফসের সন্তান—তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস, তিম্ন ও অমালেক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস। ইলীফস আর তিম্নর অমালেক নামেও এক পুত্র ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:36
9 ক্রস রেফারেন্স  

ঈশ্বর তৈমন হইতে আসিতেছেন, পারণ পর্বত হইতে পবিত্রতম আসিতেছেন। [সেলা] আকাশমণ্ডল তাঁহার প্রভায় সমাচ্ছন্ন, পৃথিবী তাঁহার প্রশংসায় পরিপূর্ণ।


হে তৈমন, তোমার বীরগণ বিহ্বল হইবে, যেন এষৌর পর্বত হইতে নরহত্যায় সকল মনুষ্যমাত্র উচ্ছিন্ন হয়।


অতএব আমি তৈমনের উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বস্রার অট্টালিকা সকল গ্রাস করিবে।


অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুন, যাহা তিনি ইদোমের বিরুদ্ধে করিয়াছেন; তাঁহার সঙ্কল্প সকল শুন, যাহা তিনি তৈমন-নিবাসীদের বিপক্ষে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়া যাইবে, পালের শাবকদিগকেও লইয়া যাইবে; নিশ্চয়ই তিনি তাহাদের চরাণি-স্থান তাহাদের সহিত উৎসন্ন করিবেন।


ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈমনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তর্হিত হইয়াছে?


দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর,


এষৌর সন্তান- ইলীফস, রূয়েল,যিয়ুশ, যালম ও কোরহ।


রূয়েলের সন্তান- নহৎ, সেরহ, শম্ম ও মিসা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন