Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

29 তাঁহাদের বংশাবলি এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,পরে কেদর, অদ্‌বেল, মিব্‌সম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 তাঁদের খান্দাননামা এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 এই তাদের বংশধরেরা: ইশ্মায়েলের বড়ো ছেলে নবায়োৎ, এছাড়াও কেদর, অদবেল, মিবসম,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 অব্রাহামের পুত্র ইশ্মায়েলের বংশতালিকা: ইশ্মায়েলের প্রথম পুত্র নবায়োথ। তারপর কেদর, অদবীল, মিবসাম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 তাঁহাদের বংশাবলি এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 এদের উত্তরপুরুষ নিম্নরূপ: ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োৎ। তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্‌সম,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:29
8 ক্রস রেফারেন্স  

কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রীকৃত হইবে, নবায়োতের মেষগণ তোমার পরিচর্যা করিবে; তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব।


আর কেদর-বংশীয় বীরগণের মধ্যে অল্প ধনুর্ধর মাত্র অবশিষ্ট থাকিবে, কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলিয়াছেন।


অয়ি যিরূশালেমের কন্যাগণ। আমি কৃষ্ণবর্ণা, কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, শলোমনের যবনিকার ন্যায়।


বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ।


অতএব দুই স্ত্রী থাকিলেও এষৌ ইশ্মায়েলের নিকট গিয়া অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কন্যা, নবায়োতের ভগিনী, মহলৎকে বিবাহ করিলেন।


অব্রাহামের পুত্র ইস্‌হাক ও ইশ্মায়েল।


মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন