Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 হিব্বীয়, অর্কীয়, সিনাইতী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:15
7 ক্রস রেফারেন্স  

ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় যে সকল লোক অবশিষ্ট ছিল, যাহারা ইস্রায়েল-সন্তান নয়,


আর কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের নিকটে দিব্য করিয়াছেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনিবেন তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করিবে।


আর আমি বলিয়াছি, আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের ও যিবূষীয়দের দেশে- দুগ্ধমধুপ্রবাহী দেশে লইয়া যাইব।


আর মিসরীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য, এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি।


পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল।


যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,


অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন