Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কনানের প্রথম সন্তান সিদোন, তারপর হেৎ। এঁরা ছিলেন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কনানের প্রথম পুত্র ছিল সীদোন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:13
13 ক্রস রেফারেন্স  

তখন দায়ূদ যোয়াবের নিকট লোক পাঠাইয়া এই আজ্ঞা করিলেন, হিত্তীয় ঊরিয়কে আমার নিকটে পাঠাইয়া দেও। তাহাতে যোয়াব দায়ূদের নিকটে ঊরিয়কে পাঠাইলেন।


আর যর্দনের পারস্থ সমুদয় রাজা, পর্বতময় প্রদেশ ও নিম্নভূমি-নিবাসী এবং লিবানোনের সম্মুখস্থ মহাসমুদ্রের সমস্ত তীর নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয়, ও যিবূষীয় রাজগণ এই কথা শুনিতে পাইয়া,


আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে তাড়াইয়া দিবে।


আর রিবিকা ইস্‌হাককে কহিলেন, এই হিত্তীয়দের কন্যাদের বিষয় আমার প্রাণে ঘৃণা হইতেছে; যদি যাকোবও ইহাদের মত কোন হিত্তীয় কন্যাকে, এতদ্দেশীয় কন্যাদের মধ্যে কোন কন্যাকে বিবাহ করে তবে প্রাণ ধারণে আমার কি লাভ?


এইরূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল।


তখন হেতের সন্তানেরা অব্রাহামকে উত্তর করিলেন,


পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিলেন,


তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল।


পথ্রোষীয়, পলেষ্টীয়দের আদিপুরুষ কস্‌লূহীয় এবং কপ্তোরীয়- এই সকল মিসরের সন্তান;


যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন