Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 আদম, শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আদম, শিস, আনুশ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আদমের বংশধরেরা হলেন শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আদম, শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আদম, শেখ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1-3 আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:1
8 ক্রস রেফারেন্স  

ইনি ইনোশের পুত্র, ইনি শেথের পুত্র, ইনি আদমের পুত্র, ইনি ঈশ্বরের পুত্র।


আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শেথ রাখিলেন। কেননা [তিনি কহিলেন], কয়িন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন।


ইনি কৈননের পুত্র, ইনি অফক্‌ষদের পুত্র, ইনি শেমের পুত্র, ইনি নোহের পুত্র, ইনি লেমকের পুত্র,


কৈনন, মহললেল, যেরদ,


আদমের বংশাবলি-পত্র এই- যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে সৃষ্টি করিলেন;


সর্বসুদ্ধ আদমের নয়শত ত্রিশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।


নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তানসন্ততি জন্মিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন