Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ পিতর 4:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কোনরূপ অভিযোগ না করে পরস্পর পরস্পরের মেহমানদারী কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 বিরক্তি বোধ না করে তোমরা একে অপরের আতিথ্য করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 উদার চিত্তে অতিথি সেবা কর। তোমরা প্রত্যেকে যে যেমন বর লাভ করেছ তা-ই দিয়ে পরস্পরের সেবা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কোনরকম অভিযোগ না করে পরস্পরের প্রতি অতিথিপরায়ণ হও।

অধ্যায় দেখুন কপি




১ পিতর 4:9
11 ক্রস রেফারেন্স  

কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।


পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি-সেবায় রত হও।


তোমরা বচসা ও তর্কবিতর্ক বিনা সমস্ত কার্য কর,


আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।


কিন্তু অতিথিসেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রিয় হন,


অতএব ইহা আবশ্যক যে, অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটী, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হউন;


হে ভ্রাতৃগণ, তোমরা একজন অন্য জনের বিরুদ্ধে আর্তস্বর করিও না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন।


প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।


কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না, যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্ব-ইচ্ছার ফল হয়।


আমার এবং সমস্ত মণ্ডলীর আতিথ্যকারী গায়ঃ তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন।


আর তাঁহাকে পান করাইবার পর কহিলেন, যাবৎ আপনার উষ্ট্র সকলের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি উহাদের জন্যও জল তুলিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন