১ পিতর 3:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন; তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হও, তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 যেমন সারা ইব্রাহিমের হুকুম মানতেন ও তাঁকে প্রভু বলে ডাকতেন; তোমরা যদি সৎকর্ম কর ও কোন ভয়ে ভীত না হও, তবে তাঁরই সন্তান হয়ে উঠেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যেমন সারা, তিনি অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাঁকে “প্রভু” বলে সম্বোধন করতেন। যদি তোমরা ন্যায়সংগত কাজ করো ও ভয়ভীত না হও, তাহলে তোমরা তাঁরই কন্যা হয়ে উঠেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এভাবেই অব্রাহামের অনুগত হয়ে তাঁর স্ত্রী সারা তাঁকে ‘নাথ’ বলে সম্বোধন করতেন। তোমরা জননী সারার কন্যা, কোন কিছুর ভয় না করে সৎকাজ করে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন; তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হও, তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যেমন সারা অব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাঁকে “মহাশয়” বলে ডাকতেন। মহিলারা, তোমরা যদি ভীত না হয়ে যা ঠিক তাই কর তবে তা প্রমাণ করবে যে তোমরা সারার যোগ্য সন্ততি। অধ্যায় দেখুন |