১ পিতর 2:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তোমরা নবজাত শিশুদের মত সেই খাঁটি ও রূহানিক দুধের জন্য আগ্রহী হও, যেন তার গুণে নাজাতের জন্য বৃদ্ধি পাও, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নবজাত শিশুর মতো, বিশুদ্ধ আত্মিক দুধের আকাঙ্ক্ষা করো, যেন এর গুণে তোমরা পরিত্রাণের পূর্ণ অভিজ্ঞতায় বৃদ্ধিলাভ করতে পারো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 নবজাত শিশুর মত তোমরাও বিশুদ্ধ পারমার্থিক দুগ্ধের জন্য তৃষিত হও। এতেই তোমরা পুষ্টিলাভ করে পরিত্রাণ পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না। এসব মন্দ বিষয়গুলি তোমাদের অন্তর থেকে দূর করে দাও। নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুধের জন্য আকাঙ্খা রাখ, যা পান করে তোমরা বৃদ্ধিলাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে। অধ্যায় দেখুন |