১ থিষলনীকীয় 5:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 অতএব এসো, আমরা অন্য সকলের মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও মিতাচারী হই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সুতরাং আমরা যেন অন্যান্যদের মত নিদ্রিত না থাকি, বরং জাগ্রত ও সংযত থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়। আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব। অধ্যায় দেখুন |